গানের নামআটটা বাজে দেরি করিস না
TitleAAT TA BAJE DERI KORISH NA
SingerEmon Chowdhury
MovieHAWA
Rate this Lyric

ও তিরিশ টাকা কেজি মাছ বাবু পেয়ে খাবে গো
জল দিয়ে বেশি করিস না
আটটা বাজে দেরি করিস না
আটটা বাজে দেরি করিস না

রুপালি মাছের মত সরু পাহাড়ে
কালো দিঘীর কালো জলে রুপের বাহারে,
রুপের বাহারে, রুপের বাহারে
রুপালি মাছের মত সরু পাহাড়ে
কালো দিঘীর কালো জলে রুপের বাহারে,
রুপের বাহারে, রুপের বাহারে

ও তোর ভোরের সুরুয
ও তোর ভোরের সুরুয..
কপালে তোর সিঁদূর হয়ে যাবে গো
কারো দিকে নজর লাগাস না।

ও তিরিশ টাকা কেজি মাছ বাবু পেয়ে খাবে গো
জল দিয়ে বেশি করিস না
আটটা বাজে দেরি করিস না

ইলিশ মাছের কাটা ভালো,
চিংড়ি মাছের টক
সাত টাকাতে কিনবে লোকে
গিলবে গবাগব,
গিলবে গবাগব, গিলবে গবাগব
ইলিশ মাছের কাটা ভালো,
চিংড়ি মাছের টক
সাত টাকাতে কিনবে লোকে
গিলবে গবাগব,
গিলবে গবাগব, গিলবে গবাগব

ও তোর কচি পোনা
ও তোর কচি পোনা..
বেচেবেচে হাটে বেচা হবে গো
চুনোপুঁটি আর বেচিস না
চুনোপুঁটি আর বেচিস না

ও তিরিশ টাকা কেজি মাছ বাবু পেয়ে খাবে গো
জল দিয়ে বেশি করিস না
আটটা বাজে দেরি করিস না
আটটা বাজে দেরি করিস না

 

No more tracks found in this category.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *