পালাচ্ছি আবার
সিঁড়িবেয়ে উঠি বারে বার
জোনাকির ছাদে ওহো…
আমাদের খবর, ও.. জমেছে জবর
ভীষণ আহ্লাদে ও..
দেখো পাড়ি দেবে কিনা ও..
মেঘের গাড়ি নেবে কিনা
ও.. ও…
এ মলাট, এ রাজ্যপাট, ছেড়ে দাও,
এ প্রহর এ অবসর, কেড়ে নাও
আজটুকু এই আমাদের, হয়ে থাক
কাল কি হয় বলো কে জানে দেখা যাক
এ মলাট, এ রাজ্যপাট, ছেড়ে দাও,
এ প্রহর এ অবসর, কেড়ে নাও