গানের নামআলোতে চল
TitleAalote Chol
SingerDebayan Banerjee
LyricistPralay Sarkar
MovieSrikanto
LabelSVF Music
Rate this Lyric

পায়ে পায়ে বেগ, ভালোবাসা মেঘ
ছুঁয়ে দিক, ছুঁয়ে দিক,
আসমানে চল, তারাদের দল
ছুঁয়ে দিক, তোকে ছুঁয়ে দিক।

বাড়িঘর, ভারী জ্বর,
বালিঝড়ে বৈঠা ভাঙে,
দেখো উড়ে আসছে গাঙে, মৌমাছিপাল।
অল্প আঁচে গল্পগুলো,
এই হাওয়াতে পাখনা ছুঁলো, দামাল,
তবে নাকি বেসামাল।

আলোতে চল, আরও আলোতে চল
মেলে ধরি আয় সামিয়ানা,
এই মহাদেশ, হবে এইখানে শেষ
আমাদের নেই নেই, নেই সীমানা।।

রাত আসে নেমে, আমি তুমি,
ঠোঁটে রেখে ঠোঁট, চোখ বুজে রই,
এইবারে থেমে, আমি তুমি,
সুখেদের ভিড়ে, যন্ত্রনা হই।

আরও প্রেম, আরো প্রেম,
আলো কমে যাচ্ছে মানে,
জোনাকিরা রাস্তা জানে, মনপাহাড়ে।
উল্টোস্রোতে পাখনাবাজি,
তুই পোড়ালে পুড়তে রাজি, বারে
আর কত বাহারে।

আলোতে চল, আরও আলোতে চল
মেলে ধরি আয় সামিয়ানা,
এই মহাদেশ, হবে এইখানে শেষ
আমাদের নেই নেই, নেই সীমানা।।

 

Explore more tracks by Debayan Banerjee

TrackLyricist
রাজ্যপাটPralay Sarkar
খ্যাপাPralay Sarkar
আমাকে নাওPralay Sarkar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *