গানের নামপ্রতিদান চায় না
TitleProtidin Chai Na
SingerAyub Bachchu
LyricistPrince Mahmud
AlbumPiano
LabelSoundtek
Rate this Lyric

প্রতিদান চাইনা এমনো কিছু কিছু প্রেম হয়।
প্রতিদান চাইনা এমনো কিছু কিছু প্রেম হয়।
কিছু প্রেম দুরে সরিয়ে দেয়, দুর থেকে শুধু ভালোবেসে যায়।
প্রতিদান চাইনা এমনো কিছু কিছু প্রেম হয়।

তোমার যোগ্য নয়, এ কথা ভেবে দুরে থেকেছি।
হাজার কষ্ট সয়ে, ভাগ্যকে হাসি মুখে মেনেছি।
তোমার যোগ্য নয়, এ কথা ভেবে দুরে থেকেছি।
হাজার কষ্ট সয়ে, ভাগ্যকে হাসি মুখে মেনেছি।
সুখের পৃথিবী হোক,তোমার সারাটি জীবনময়।

প্রতিদান চাইনা এমনো কিছু কিছু প্রেম হয়।
প্রতিদান চাইনা এমনো কিছু কিছু প্রেম হয়।
কিছু প্রেম দুরে সরিয়ে দেয়, দুর থেকে শুধু ভালোবেসে যায়।

বন্ধু জেনো ওগো তুমি, দুর থেকো ভালোবেসে যাব।
তোমার সুখে সুখ, আজ থেকে যেন তাই ভাববো।

বন্ধু জেনো ওগো তুমি, দুর থেকো ভালোবেসে যাব।
তোমার সুখে সুখ, আজ থেকে যেন তাই ভাববো।
সুখের মৃত্যু যেন এরপর আমাকে ছুয়ে যায়।

প্রতিদান চাইনা এমনো কিছু কিছু প্রেম হয়।
প্রতিদান চাইনা এমনো কিছু কিছু প্রেম হয়।
কিছু প্রেম দুরে সরিয়ে দেয়, দুর থেকে শুধু ভালোবেসে যায়।
প্রতিদান চাইনা এমনো কিছু কিছু প্রেম হয়।

Explore more tracks by Ayub Bachchu

TrackLyricist
ও দুনিয়াPrince Mahmud
গীটার এবং গানPrince Mahmud
তাজমহলPrince Mahmud
তিন পুরুষPrince Mahmud
মাধবী
ফেরারী এই মনটা আমার
আমি কষ্ট পেতে ভালোবাসি
শেষ দেখা
সে তাঁরা ভরা রাতে
কি করে ভাবলে তুমি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *