অফিসের দ্বারে দ্বারে দিন প্রতিদিন
মেলেনা তো পেনশন চলে যায় দিন।
এতগুলো বছরের ফেলে আসা সৃতি
অফিসের ফাইলে… ফিতেবন্দী।।
অসহায় বৃদ্ধের সাদ্ধসীমায়,
কাটতে চায়না দিন তবু চলে যায়।
একটি মাত্র ছেলে রঙ্গিন নেশায়,
পারেনি হাল ধরতে নিয়ে সংশয়।।
একটি মাত্র মেয়ে বড় অভিমানী,
প্রেমিকের হাত ছেড়ে করে টিউশানী।
বৃদ্ধার চোখে জল ঝরে নিরালায়,
পেনশন পড়ে থাকে দুর অজানায়।।