আজো মাঝরাতে নিয়নের আলোতে এক অপরিচিত যুবক বুকভরা অভিমান নিয়ে কারো জন্য অপেক্ষা করে এই পথে। জীবনের সব রং মুঁছে দেয়া এই হলুদ নিওন এর নিচে পুরনো স্মৃতির পাহাড় তাঁর। কবে রেখেছিল হাত কার হাতে; কবে বুঁনে ছিল স্বপ্ন কার বুকে। বেঁচে থাকার ক্লান্তিতে এলোমেলো এক জীবনের গল্প …জন্মহীন নক্ষত্র।
অনন্ত রাত্রি সীমাহিনতায়
জেগে থাকা এই আমার নির্ঘুম প্রহর গুনা
ফুড়াবে কি আর কোনদিনও
জানা হলো না এখনো।
এক জন্মহীন নক্ষত্রের মত
জেগে আছি আমি
এক জন্মহীন নক্ষত্রের মত
না হয় জেগে থাকবো।
সব গল্পের অন্ধকারে
বসেছে দুরের বাতাস
একাকীত্বের এই বাসরে
উড়েছে আমার অভিলাষ
ফিরে আসেনি আর স্বপ্ন।
এক জন্মহীন নক্ষত্রের মত
জেগে আছি আমি
এক জন্মহীন নক্ষত্রের মত
না হয় জেগে থাকবো।
বেঁচে থাকার অভিনয়ে বেঁচে আছি একাই
জেগে থাকার আলাপনে কাঁদে ক্লান্তির নাটাই
আমিতো কাঁদিনি কখনো।
এক জন্মহীন নক্ষত্রের মত
জেগে আছি আমি
এক জন্মহীন নক্ষত্রের মত
না হয় জেগে থাকবো।