গানের নামও দুনিয়া
TitleO Duniya
SingerAyub Bachchu
LyricistPrince Mahmud
AlbumPiano
LabelSoundtek
4.2/5 - (12 votes)

ও দুনিয়ার মানুষ ও ভাই, আল্লাহ’র নাম লও সময় নাই।
আসিলে ডাক যাইতে হবে ভাই, পুন্যের ভাগ বেশী হওয়া চাই।

আজ তুমি দুনিয়াদারী নিয়ে, দম গেলে আসিবে বিপদ।
বৌ, ছেলে, ভাই-বোন হিসেব করতে বসবে, রাইখা গেলা কি সম্পদ?
আন্ধার ঐ কবরে, যাইতে হবে রে, দুদিন আগে আর পরে।
ফেরেশতার আসর বইবো, ইহকালের খাতা খুলবো।
কি পুন্য আনসো সাথে? কি আনো নাই?

ও দুনিয়ার মানুষ ও ভাই, আল্লাহ’র নাম লও সময় নাই।
আসিলে ডাক যাইতে হবে ভাই, পুন্যের ভাগ বেশী হওয়া চাই।

কারে তুমি কষ্ট দিসো?
কারে দিস গাল?
কার ধন কইরা চুরি? হইসো লালে লাল।
কারে তুমি কষ্ট দিসো?
কারে দিস গাল?
কার ধন কইরা চুরি? হইসো লালে লাল।

চোখ বুইজা করস সবই, তার কাসে তোলা ছবি।
বিচারে কোন ক্ষমা নাই, ভাবের মন উদয় হইব।
তখনি সব ই মনে পরব, ঈমানের কথা শোন নাই।

ও দুনিয়ার মানুষ ও ভাই, আল্লাহ’র নাম লও সময় নাই।
আসিলে ডাক যাইতে হবে ভাই, পুন্যের ভাগ বেশী হওয়া চাই।

মায়ে তোমার কাইন্দা কইবো, বাজান আমার নাই।
মাটির পৃথিবী তুমি, ছাইড়া গেসো ভাই।
মায়ে তোমার কাইন্দা কইবো,বাজান আমার নাই।
মাটির পৃথিবী তুমি, ছাইড়া গেসো ভাই।

বাপ ভাইয়ে কাঁধে নিবো, ঠিকানার দিকে লইয়া যাইবো।
সাদা কাফন বড়ই আপন অন্তিমও সময়।

ও দুনিয়ার মানুষ ও ভাই, আল্লাহ’র নাম লও সময় নাই।
আসিলে ডাক যাইতে হবে ভাই, পুন্যের ভাগ বেশী হওয়া চাই।

ও দুনিয়ার মানুষ ও ভাই, আল্লাহ’র নাম লও সময় নাই।

আজ তুমি দুনিয়াদারী নিয়ে, দম গেলে আসিবে বিপদ।
বৌ, ছেলে, ভাই -বোন হিসেব করতে বসবে, রাইখা গেলা কি সম্পদ?
আন্ধার ঐ কবরে, যাইতে হবে রে,
দুদিন আগে আর পরে।
ফেরেশতার আসর বইবো, ইহকালের খাতা খুলবো।
কি পুন্য আনসো সাথে? কি আনো নাই?

ও দুনিয়ার মানুষ ও ভাই, আল্লাহ’র নাম লও সময় নাই।
আসিলে ডাক যাইতে হবে ভাই,পুন্যের ভাগ বেশী হওয়া চাই।

Explore more tracks by Ayub Bachchu

TrackLyricist
প্রতিদান চায় নাPrince Mahmud
গীটার এবং গানPrince Mahmud
তাজমহলPrince Mahmud
তিন পুরুষPrince Mahmud
মাধবী
ফেরারী এই মনটা আমার
আমি কষ্ট পেতে ভালোবাসি
শেষ দেখা
সে তাঁরা ভরা রাতে
কি করে ভাবলে তুমি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *