শয্যায় এলোমেলো জেগে ওঠা প্রভা
ক্লান্তির গুঞ্জনে, এক কাপ চা,
বিষণ্ণ গাঢ় রোদ ভরা নীলিমা
অপাঙ্গ দেহ সুখে, এক কাপ চা,
উস্কখুস্ক মন ভেজা কুয়াশা
কবিতার বই খুলে, এক কাপ চা,
আধারের কাল জলে যুগল ছায়া
ভেজা ভেজা আঁখি খুলে, এক কাপ চা,
শ্রাবণ বরষা মনে রোদ্র আশা
স্বপ্ন পেয়ালা ভরা, এক কাপ চা,
মগ্ন চেতনা মাঝে যখনি দূরাশা
ব্যাকুল এই মন চায়, এক কাপ চা