গানের নামউড়াল দেবো আকাশে
TitleUral Debo Akashe
SingerAyub Bachchu
Rate this Lyric

অভিলাষী আমি অভিমানী তুমি
হাজারো স্বপ্ন নিয়ে সবকিছু ভুলে গিয়ে
পৃথিবীতে বসে আছি সংসার সাজিয়ে
জানে অন্তরযামী কে বা আগে পরে
সবাইকে একা করে চলে যাব অন্ধ ঘরে
এই শহর গাড়ী বাড়ি কিছুই যাবে না

আর কত এভাবে আমাকে কাঁদাবে
আর বেশী কাঁদালে উড়াল দেবো আকাশে
এই বুকে যন্ত্রণা বেশী সইতে পারি না
আর বেশী কাঁদালে উড়াল দেবো আকাশে

অহংকারী মানুষ উড়ায় রঙ্গিন ফানুস
টাকা ছাড়া তার দৃষ্টিতে নেই কিছু আর পৃথিবীতে
জায়গা জমি কিনতে শুধু থাকে সে বেহুশ
জমিদার বেটা জানে সব বেটা তারে মানে
পৃথিবীটা তার দখলে সবকিছু তার বগলে
এক নিঃশ্বাসের বিশ্বাস নাই জমিদার কী জানে

আর কত এভাবে আমাকে কাঁদাবে
আর বেশী কাঁদালে উড়াল দেবো আকাশে
এই বুকে যন্ত্রণা বেশী সইতে পারি না
আর বেশী কাঁদালে উড়াল দেবো আকাশে

যখন যাবে চলে কাকে যাবে বলে
কেউ যাবে না সঙ্গী হয়ে
পার পাবেনা পালিয়ে গিয়ে
সব কিছু শুধু ঘটে যাবে চোখের পলকে
হেরে যাবো আমি হেরে যাবে তুমি
তাই বলি কেউ না জেনে
ব্যাথা দিওনা কারো মনে
কারো মনে দুঃখ দিয়ে সুখ তো পাবে না

আর কত এভাবে আমাকে কাঁদাবে
আর বেশী কাঁদালে উড়াল দেবো আকাশে
এই বুকে যন্ত্রণা বেশী সইতে পারি না
আর বেশী কাঁদালে উড়াল দেবো আকাশে।।

Explore more tracks by Ayub Bachchu

TrackLyricist
ও দুনিয়াPrince Mahmud
প্রতিদান চায় নাPrince Mahmud
গীটার এবং গানPrince Mahmud
তাজমহলPrince Mahmud
তিন পুরুষPrince Mahmud
মাধবী
ফেরারী এই মনটা আমার
আমি কষ্ট পেতে ভালোবাসি
শেষ দেখা
সে তাঁরা ভরা রাতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *