যে তুমি কথা রাখ নি
কি লাভ এতদিন পর এই আমার কাছে এসে
ভুল ভেঙে অবশেষে
আমি তো আজ শুধু আমার
বুকে ব্যথার নিয়ে পাহাড়
আমার সমাধীর পর আমি চাই নাতোমার উপহার
নিষ্প্রাণ দেহের কাছে তুমি রেখো না তোমার অধিকার।
ছিঁড়ে গেছে গীটারের তার বাজবে না সুর তাতে আর
বুঝেও কি বোঝ নি
নতুন প্রণয় মিছিলে তুমি সেদিন হেসেছো
মনে আছে ভুলি নি
সে কথা আজ মনে করে ব্যথা পেতে চাই না আর
আমি তো আজ শুধু আমার বুকে ব্যথার নিয়ে পাহাড়।
জীবনের যোগ বিয়োগে অনেক কিছুই হারিয়ে
কি পেয়েছি জানি না
মেলাতে হিসাব গিয়ে তার ব্যর্থ হয়েছি বারেবার
কিছুতে যা পারি না
যে ক্ষতি হায় করে গেছো ক্ষত বুকে রয়েছে তার।