গানের নামওগো বন্ধু তুমি
TitleOgo Bondhu Tumi
SingerAviman Paul
LyricistAviman Paul
1/5 - (1 vote)

ওগো বন্ধু তুমি
জীবনে মরনে থেকো পাশে,
ওগো বন্ধু তুমি
জীবনে মরনে থেকো পাশে,
জনমে জনমে তুমি
আমারই হইয়ো,
বান্ধিও প্রেমেরও ফাঁসে,
জীবনে মরনে থেকো পাশে।
ওগো বন্ধু তুমি
জীবনে মরনে থেকো পাশে।।

তোমারও লাগিয়া আমি
ঘর ছাড়িলাম রে বন্ধু
পথে পথে ঘুরে মরি,
তুমি না ধরিলে হাত
এমন বন্ধুর পথে
একলা কেমনে আমি ফিরি।

আমারে ছাড়িয়া যেন
কোনও দিন বন্ধু,
আমারে ছাড়িয়া যেন
কোনও দিন বন্ধু,
যাইয়ো না যাইয়ো না পরবাসে
জীবনে মরনে থেকো পাশে।
ওগো বন্ধু তুমি
জীবনে মরনে থেকো পাশে।।

কি সুন্দর রূপখানি
দেখিয়া বিভোর আমি,
কি সুখে নয়ন দুটি ঝরে,
যখন চেতন হয়
দেখি তুমি নাই পাশে,
আমারে ছাড়িয়া গেছ দূরে।

লোকে বলে প্রেম নাকি
বিরহে মধুর হয়,
লোকে বলে প্রেম নাকি
বিরহে মধুর হয়,
শুনিয়া অভিমানে হাসে
জীবনে মরনে থেকো পাশে।

জনমে জনমে তুমি
আমারই হইয়ো,
বান্ধিও প্রেমেরও ফাঁসে,
জীবনে মরনে থেকো পাশে।
ওগো বন্ধু তুমি
জীবনে মরনে থেকো পাশে,
ওগো বন্ধু তুমি
জীবনে মরনে থেকো পাশে।।

No more tracks found in this category.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *