গানের নামএটা মানুষই পারে
TitleEta Manush E Pare
SingerAseer Arman
LyricistAseer Arman
4.5/5 - (2 votes)

এটা মানুষই পারে ভাই, মানুষই পারে
ফুসলিয়ে বুকে ডেকে ভাগাড়ে ছোড়ে
দিতে গিয়ে প্রেম মায়া, উনুনে পুড়েছে হাত
গল্প কবিতা মরে বইয়ের ভাজে
হারিয়ে প্রিয় গান, তারপর অপমান
রাত হলে পুঁতে ফেলে ঘৃণার গোড়ে
এটা মানুষই পারে

কত শত লক্ষ যোনী
সৃষ্টি করেছে সব সব মুনি ঋষি বিজ্ঞানী
মানুষের পাড়ায় তাকে ‘মা’ বলে ডাকে জানি
কারোর প্রেমিকা, বোন কারোর ছোট্ট ‘টুনি’
টুনির শরীরে ছিল সৃষ্টিফুলের রেণু
মাংস গন্ধ পাওয়া শুয়োর নতজানু
ফুসলিয়ে, পা বাড়ালে ইতরটা ছেঁকে ধরে
স্বপ্নের রঙে রাঙা চুড়ি রুনুঝুনু

শ্রমের ঘাম জমে মাটির ব্যাংকে
ভাসে একটু ভালো থাকার স্বপ্নসাগর
সব দেনা বুকে নিয়ে, সব চাওয়া বেচে দিয়ে
ন্যায্যদামে চাইতো একটু আদর
হিসেবী দাগের খাতা, তেল নুন চাল আটা
বেহিসেবী আঁচড়ে ফুলের দেহ
স্নানের শাওয়ার তাকে ভেজায় অশ্রুজলে
সাবানের ঘ্রাণ যেন দিচ্ছে স্নেহ

 

Explore more tracks by Aseer Arman

TrackLyricist
জলজ তুলোর দেশে ঘর পালাইAseer Arman
নরম কোমল দিলরুবাAseer Arman
আর কিছুদূর গেলে তোমার বাড়িAseer Arman

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *