তুই যেভাবে হোক
আয় চলে, ফিরে তাকাস
তুই, মেঘলা মন
যায় গোলে, ভেজা আকাশ (x2)
তুই যেখানে হোক
দৌড়ে আয়, যদি পারিস
তুই, একা একা
ভেজা দু’গাল মিঠে বারিস।
একলা খাওয়া টিফিন,
স্কুল এর করিডোরে
ছায়ার সাথে লড়াই,
তোকে দেখবো কেমন করে।
তোর জন্য খোলা টিফিন বক্স,
ভাগ করে খাওয়া টিফিন বক্স (x2)
বল বন্ধু হবি, ফের বন্ধু হবো
বন্ধু হবি.. বন্ধু হবো
স্টোন পেপার সিজার টিফিন বক্স।
তুই যেভাবে হোক
আয় চলে, ফিরে তাকাস
তুই, মেঘলা মন
যায় গোলে, ভেজা আকাশ।
তুই হুঁ হুঁ হুঁ …