গানের নামআকাশের নীলে
TitleAkasher Nile
SingerArk, Hasan
LyricistR. D. Burman
AlbumJonmovumi
LabelSoundtek
4.5/5 - (20 votes)

আকাশের নীলে হৃদয়ের তুলিতে
তোমায় একে যাই নীল বেদনায়, ওউ
হৃদয়ের আলোয়, তারার দ্বীপ জ্বেলে
জেগে রয়েছি তোমার ই দুচোখে।
যত দুরে রয়ে যাও, আমার ই হয়ে রও
তোমার ই জগতে, তোমার ই হাসিতে
কত বৃষ্টি ঝড়ে যায় হৃদয়ের আঙ্গিনায়
সঙ্গীহীনতায়।

তোমার কি বা আছে দেবার, এ
দু’চোখের নোনা জল
বিরহের ই করুণ সুরে, এ
কেটে যায় প্রহর।
তুমি তো জানবেনা কখনো
কত কাছে তুমি ছিলে।

যত দুরে রয়ে যাও
আমার ই হয়ে রও
তোমার ই জগতে
তোমার ই হাসিতে।
কত বৃষ্টি ঝরে যায়
হৃদয়ের আঙ্গিনায়
সঙ্গীহীনতায়……

Explore more tracks by Ark

TrackLyricist
বাংলাদেশ (আর্ক / হাসান)Hasan
এই পরবাসেAshiquzzaman Tulu
এতো চাইHasan
যারে যাHasan
কিছু কিছু কথাAshiquzzaman Tulu
নিঝুম রাতেAsif Iqbal
ও ময়নাR. D. Burman
অভিমানে নয়Hasan
অভিশাপHasan
প্রতিশ্রুতিHasan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *