তুমি সূর্যোদয়ের যেনো বুনো কোকিল
সুরেলা কোন মধুবীনা
আর আস্তগামী হলে জোছনাতে
রূপালী চাঁদে ঝি ঝি ডাকা
পড়ন্ত দুপুর ফুলে ফুলে
সুবাসিনী মায়াবিনী
অশান্ত বিকেলের ক্লান্তিতে
দক্ষিণা হাওয়া
তুমি যেনো রংধনু সাত রঙ্গে রং
লুকোচুরি সোনালী ফসলের
নয়নজূড়ী যেনো কাল বৈশাখী প্রলয় শেষে
নতুন দিনের আলোয় সাজানো বনভূমি