গানের নামকেউ জানবে না
TitleKeu Janbe Na
SingerArijit Singh
LyricistKaushik Ganguly
ComposerArijit Singh
AlbumAdrishyo Nagordolar Trip
MovieKothamrito
LabelSurinder Films Pvt. Ltd.
4/5 - (7 votes)

কেউ জানবে না, কেউ বুঝবে না
অচেনা নদী দুটো মিশে মোহনায়,
কেউ জানবে না, কেউ বুঝবে না
অচেনা নদী দুটো মিশে মোহনায়।
ও ঢেউ পেরিয়ে, যায় হারিয়ে
বুকের জমানো দোটানায়,
ঢেউ পেরিয়ে, যায় হারিয়ে
বুকের জমানো দোটানায়।

বালির ঘর, লুকিয়ে পড়
খুঁজে আর কেউ পাবে না –
সোনাঝুরি চাঁদের বুড়ি
সবই মিথ্যে এরম বলে না,
ময়ূর পালক, ছোট্ট নালক
দুয়ো রাজা কে তুই ভুলবি না।

কেউ জানবে না, কেউ বুঝবে না
অচেনা নদী দুটো মিশে মোহনায়,
কেউ জানবে না, কেউ বুঝবে না
অচেনা নদী দুটো মিশে মোহনায়।

মড়াম গলি পিছনে চলি
যাওয়া সার তুই তো আর ফিরবি না,
জমাট কুয়াশা, সরে যাওয়া দুরাশা
হারানো ঝিনুক তুলি।

জানিনা রে, বুঝিনা যে
এতো ঢেউয়েও ধুয়ে গেলি না,
জানিনা রে, বুঝিনা যে
এতো ঢেউয়েও ধুয়ে গেলি না।

কেউ জানবে না, কেউ বুঝবে না
অচেনা নদী দুটো মিশে মোহনায়,
ও ঢেউ পেরিয়ে, যায় হারিয়ে
বুকের জমানো দোটানায়,
ঢেউ পেরিয়ে, যায় হারিয়ে
বুকের জমানো দোটানায়।

বালির ঘর, লুকিয়ে পড়
খুঁজে আর কেউ পাবে না –
সোনাঝুড়ি চাঁদের বুড়ি
সবই মিথ্যে এরম বলে না,
ময়ূর পালক, ছোট্ট নালক
দুয়ো রাজা কে তুই ভুলবি না।
কেউ জানবে না, কেউ বুঝবে না
অচেনা নদী দুটো মিশে মোহনায়।

Explore more tracks by Arijit Singh

TrackLyricist
আর কবে?Arijit Singh
আজকে রাতে চলে যেও নাSrijato Bandopadhyay
কে আমি কোথায়Srijato Bandopadhyay
নাম না জানা কোনো পাখিAnindya Chatterjee
মাAnindya Chatterjee

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *