গানের নামকে আমি কোথায়
TitleKe Ami Kothay
SingerArijit Singh
LyricistSrijato Bandopadhyay
MovieEk Je Chhilo Raja
LabelSVF Music
Rate this Lyric

হাজার অতীত জন্ম-দাগের মতো
ফুটে থাকে তারায় তারায়
কে যেন ছিলাম, মনে তো পড়ে না
ছায়াপথ শরীরে হারায়।
কে আমি কোথায় ?

আমি কি আমি, না অন্য কেউ ?
একই মুখ বহু ঠিকানায়।
এসেছি যেমন, মিশে যাবো ঠিক
মাটি, জল, আগুন, হাওয়ায়।
প্রতি জনমে এক নতুন সে দিন
পুরনো তারিখ খুঁজে পায়
বহু পথিকের একই পায়ে হাঁটা
এ আমির গল্প শোনায়
কে আমি কোথায় ?

 

Explore more tracks by Arijit Singh

TrackLyricist
কেউ জানবে নাKaushik Ganguly
আর কবে?Arijit Singh
আজকে রাতে চলে যেও নাSrijato Bandopadhyay
নাম না জানা কোনো পাখিAnindya Chatterjee
মাAnindya Chatterjee

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *