গানের নামআজকে রাতে চলে যেও না
TitleAajke Raatey
SingerArijit Singh
LyricistSrijato Bandopadhyay
LabelSVF Music
Rate this Lyric

আজকে রাতে চলে যেও না
আজকে রাতে চলে যেও না,
ভালো যদি বাসো এই শ্যামেরে
ভালো যদি বাসো এই শ্যামেরে,
না বলে যেও না ..
আজকে রাতে চলে যেও না, না..
আজকে রাতে চলে যেও না।

থাকলে পাশে নয় রাত যদি থাকে
আজ পাশাপাশি হাত যদি থাকে,
কোন সে বিরহে রাই কাঁদে একা
শ্যামেরও বাঁশি তাই কাঁদে একা।

থাকুক আঁধারে এই চরাচরে
তবু মোম জ্বলে যেয়ো না..
আজকে রাতে .. না
আজকে রাতে চলে যেয়ো না
যেয়োনা, আজকে রাতে চলে যেয়ো না।

 

Explore more tracks by Arijit Singh

TrackLyricist
কেউ জানবে নাKaushik Ganguly
আর কবে?Arijit Singh
কে আমি কোথায়Srijato Bandopadhyay
নাম না জানা কোনো পাখিAnindya Chatterjee
মাAnindya Chatterjee

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *