কে কোথায় আছে শত্রূ চেনা
ফের শুরু হল খোঁজ,
যায় সময় তবু ধার কমে না,
তার যে অস্ত্র মগজ।
ফের ছুটে চলা এদেশ ওদেশ
ঠিক খুলে যাবে জট,
ফের সময়মতো সল্ভ হবে কেস
দুষ্টু লোক স্পিকটি নট।
জটায়ু জুটে যান, তোপসে ঝাঁপায় আর
সাহসে বাসা বাঁধে জেদ,
জমেছে কতশত টানটান অপেক্ষা,
এবার রহস্যভেদ।
তাই ঘনালে অন্ধকার
নেই কারণ ভয় পাবার
গল্প নিয়ে ফেলুদা ফিরছে আবার।
পুড়েছে কাঠখড় বহু তবু কাঠমান্ডুতে কেন
চুপি চুপি পিছু নিল ভয়?
আকাশে মেঘে মেঘে মেঘরাজে হাসিমুখে বন্ধু সাজে
এ কেমন দুঃসময়।
হাজারিবাগে যদি বাঘে ধরে
অভিশাপে ভর করে
কেই বা জানে কী থেকে কী হয়?
পারাপ্পা রাপ্পা রা যে রাপ্পা রাপ্পা
রাপ্পা রা যে রাপ্পা
জেনো ধাপ্পা ঠিকই দেবে সময়।
সে যত ধূর্ত লোকই হোক,
শানানো আজ চোখ,
নেই উপায় পার পেয়ে যাবার।
তাই ঘনালে অন্ধকার
নেই কারণ ভয় পাবার
গল্প নিয়ে ফেলুদা ফিরছে আবার।