গানের নামপ্রজাপতি
TitleProjapati Title Track
SingerAnkita Bhattacharyya, Snigdhajit Bhowmik
LyricistPrasen
MovieProjapoti
LabelSaregama India Ltd
Rate this Lyric

সে প্রজাপতির মতো উড়ে যায়
তার মতিগতি বাপু বোঝা দায়,
যেন এক প্রদীপেতে ভরা জীন সে
খুব নাটকীয় এক সিন সে।

যদি কেউ বিয়ের ফাঁদে পড়তে চাও
তাহলে নির্বিবাদে তার কাছে সে কথা জানাও।

এ কাহিনী, এ জীবনী
এ কাহিনী জীবনী সে নিজেরই মতো,
এ কাহিনী, এ জীবনী
এ কাহিনী জীবনী সে নিজেরই মতো।

প্রজাপতির পাখায় কত স্বপ্ন যাচ্ছে উড়ে
পক্ষীরাজের ঘোড়ায়
আমরা একে একে দুইয়ে।

এ কাহিনী, এ জীবনী
এ কাহিনী জীবনী সে নিজেরই মতো,
এ কাহিনী, এ জীবনী
এ কাহিনী জীবনী সে নিজেরই মতো।

হ্যাপি গো লাকি তার ডাকনাম
প্রচুর ধার বাকি সে স্বপ্নের গোলাম
জীবন জুড়ে দেওয়ার মতো সেলোটেপ
দেখো আকাশ পথে মেঘের রথে এলো কে

এ কাহিনী, এ জীবনী
এ কাহিনী জীবনী সে নিজেরই মতো,
এ কাহিনী, এ জীবনী
এ কাহিনী জীবনী সে নিজেরই মতো।

 

 

No more tracks found in this category.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *