গানের নামরঞ্জনা
TitleRanjana
SingerAnjan Dutt
LyricistAnjan Dutt
3/5 - (6 votes)

পাড়ায় ঢুকলে ঠ্যাং খোঁড়া করে দেব,
বলেছে পাড়ার দাদারা
অন্য পাড়া দিয়ে যাচ্ছি তাই
রঞ্জনা আমি আর আসব না ।।

ধর্ম আমার আমি নিজে বেছে নেই নি
পদবী তে ছিলনা যে হার
মসজিদে যেতে হয়
তাই জোর করে যাই বৎসরে দু’এক বার ।।

বাংলায় সত্তর পাই আমি এক্সামে
ভাল লাগে খেতে ভাত মাছ
গাজা-সিগারেট আমি কোনটাই ছুঁই না
পাড়ি না চড়তে কোন গাছ

চশমা টা খসে গেলে মুশকিলে পড়ি
দাদা আমি এখনো যে ইশকুলে পড়ি
কব্জির জোরে আমি পারব না
পারব না হতে আমি রোমিও
তাই দুপ্পুর বেলাতে ঘুমিও
আসতে হবে না আর বারান্দায়
রঞ্জনা আমি আর আসব না।।

বুঝব কি করে আমি তোমার ঐ মেজ দাদা
শুধু যে তোমার দাদা নয়
আরও কত দাদাগিরি,কব্জির কারিগরি
করে তার দিন কেটে যায় ।।

তাও যদি বলতাম হিন্দুর ছেলে আমি
নিলু , বিলু কিংবা নিতাই
মিথ্যা কথা আমি বলতে যে পারি না
ভ্যাব্যা ভ্যাব্যা ভ্যাব্যাচ্যাকা খাই,

চশমা টা খসে গেলে মুশকিলে পড়ি
দাদা আমি এখনো যে ইশকুলে পড়ি
কব্জির জোরে আমি পারব না
পারব না হতে আমি রোমিও
তাই দুপ্পুর বেলাতে ঘুমিও
আসতে হবে না আর বারান্দায়
রঞ্জনা আমি আর আসব না
রঞ্জনা আমি আর আসব না ।

সত্যিকারের প্রেম জানিনা তো কি সেটা
যাচ্ছে যে জমে হোক যা
লাগছে না ভালো আর মেট্রো চ্যানেল টা
কান্না পাচ্ছে সারা রাত ।।

হিন্দু কিবা জাপানী,জানিনা বা তুমি কি
জানে ঐ দাদাদের গ্যাং
সাইকেলটা আমি ছেড়ে দিতে রাজি আছি
পারব না ছাড়তে এ ঠ্যাং,

চশমা টা খসে গেলে মুশকিলে পড়ি
দাদা আমি এখনো যে ইশকুলে পড়ি
কব্জির জোরে আমি পারব না,
পারব না হতে আমি রোমিও
তাই দুপ্পুর বেলাতে ঘুমিও
আসতে হবে না আর বারান্দায়
রঞ্জনা আমি আর আসব না
রঞ্জনা আমি আর আসব না ।

Explore more tracks by Anjan Dutt

TrackLyricist
বড়দিনAnjan Dutt
অনেক দিন পরKabir Suman
পুরোনো চাঁদAnjan Dutt
ম্যারী এ্যানAnjan Dutt
২৪৪১১৩৯Anjan Dutt
আমি বৃষ্টি দেখেছিAnjan Dutt
ভালোবাসি তোমায়Anjan Dutt
একদিন বৃষ্টিতে বিকেলেAnjan Dutt
শুনতে কি চাওAnjan Dutt
আকাশ ভরা সূর্য তাঁরাAnjan Dutt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *