পুরোনো চাঁদ আমার এখনো আকাশে
পুরোনো কাঁধ এখনো ভরসা দিতে চায়,
পুরোনো প্রেম কেউ কেউ ভালোবাসে।
পুরোনো স্বপ্ন নতুন করে দেখতে পাওয়া যায়
পুরোনো চাঁদ আমার এখনো আকাশে।
আবার পাল্টে যাবে কত চেনা বাড়ি
চেনা রাস্তা,
আবার কালকে কত চেনা চোখ
হয়ে যাবে অচেনা।
আবার কত দামি অনুভূতি হয়ে যাবে সস্তা
বদলে যাবে দিনের আলো
কত পদবি, ঠিকানা।
পুরোনো হাত এখনো আকাশে
পুরোনো রাত এখনো কাছে টেনে নেয়,
পুরোনো অন্ধকারে পুরোনো অবকাশে
পুরোনো স্বপ্ন নতুন করে দেখতে পাওয়া যায়,
পুরোনো চাঁদ আমার পুরোনো আকাশে।
যদিও গাইছি নতুন করে
নতুন কিছু বলার নেই আমার,
আছে আকাশ ভরা অনেক তারা
দিনের আলোর গভীরে।
আছে সঙ্গী আমার অনেক দিনের
সেই বুড়ো পুরোনো গীটার,
আমায় দেখতে শেখায় মাথার ওপর
ছেঁড়া ছেঁড়া মেঘের ভেতরে।
পুরোনো চাঁদ আমার এখনো আকাশে
পুরোনো কাঁধ এখনো ভরসা দিতে চায়,
পুরোনো প্রেম কেউ কেউ ভালোবাসে।
পুরোনো স্বপ্ন নতুন করে দেখতে পাওয়া যায়
পুরোনো চাঁদ আমার এখনো আকাশে
পুরোনো চাঁদ এখনো আকাশে।