গানের নামআমার রাস্তা আমার বাড়ি
TitleAmar Rasta Amar Bari
SingerAnjan Dutt
LyricistAnjan Dutt
Rate this Lyric

আমার রাস্তা আমার বাড়ি
আমার ফাটা দেয়াল
আমার পোড়া মনের অজস্র জঞ্জাল

ভাঙছে কেবল ভাঙছে
শুধু যাচ্ছে ক্ষয়ে ক্ষয়ে
আমার রাত্রি আমারই সকাল

একই ভাবে ঘামতে ঘামতে
মনের ভেতর নামতে নামতে
কোনমতে করছি দিনটা পার

চলছে চলবে
চলছে চলবে এই ভাঙাচোরা
গল্পটা আমার

নাকে আমার পোড়া পিঠের গন্ধ
বুকে কালো ধোঁয়া
হাতে-পায়ে শুধুই অবক্ষয়
তবু কাশতে কাশতে
এখনও যে হাসতে
পাড়ি ভালোবাসতে
নিজের কাছে
নিজেরই বিস্ময়

করবো যে আর কত ঘেন্না
নিজেই নিজের ছায়াটাকে
করবো যে আর কত অপমান
আবার তো সেই আষ্টেপিষ্টে
জড়িয়ে নিজের নরকটাকে
গাইবো আমি ভালোবাসার গান

এসো আমার ঘরে একবার
তুমি এসো আমার ঘরে একবার
পারো যদি দেখে যেও
বেঁচে থাকা কারে বলে
এসো আমার শহরে একবার

Explore more tracks by Anjan Dutt

TrackLyricist
বড়দিনAnjan Dutt
অনেক দিন পরKabir Suman
পুরোনো চাঁদAnjan Dutt
ম্যারী এ্যানAnjan Dutt
২৪৪১১৩৯Anjan Dutt
আমি বৃষ্টি দেখেছিAnjan Dutt
ভালোবাসি তোমায়Anjan Dutt
রঞ্জনাAnjan Dutt
একদিন বৃষ্টিতে বিকেলেAnjan Dutt
শুনতে কি চাওAnjan Dutt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *