বিবাগী ফোন তোমাকে চায়
সব অজুহাত তোমাকে চায়,
দেখা দেওয়া তোমারি দায়
বলো তোমায় পাবো কোথায় ?
বিবাগী ফোন তোমাকে চায়
সব অজুহাত তোমাকে চায়,
দেখা দেওয়া তোমারই দায়
বলো তোমায় পাবো কোথায় ?
তোমাকে চায়
ওই একঘেঁয়ে ক্যাফে গিটারের সুর,
কংক্রিট ভিড়
বিদ্রোহে জিতে যাওয়া সেই পুকুর,
সবাই তোমাকে চায়,
বলো তোমায় পাবো কোথায় ?
বিবাগী ফোন তোমাকে চায়
সব অজুহাত তোমাকে চায়,
দেখা দেওয়া তোমারি দায়
বলো তোমায় পাবো কোথায় ?
খুঁজি তোমায় ভোরের অ্যালার্মে
সিনেমা হলের সিটের আরামে,
গরম দিনের ঠান্ডা জলে
বা থাকো, সরকারী কোনো নোটিস খামে।
প্রথম ক্যাসেট, তোমাকে চায়
শেষ অসুখ তোমাকে চায়,
কতবার ভেবেছি হায়
বলো তোমায় পাবো কোথায় ?
বিবাগী ফোন তোমাকে চায়
সব অজুহাত তোমাকে চায়,
দেখা দেওয়া তোমারি দায়
বল তোমায় পাবো কোথায় ?
তোমাকে চায়
সেই প্রথম ভালোলাগা প্রেমের গান,
সবার চোখে
শুধু তোমায় খুঁজে পাওয়ার অভিযান,
সবাই তোমাকে চায়
বলো তোমায় পাবো কোথায় ?
বিবাগী রোদ তোমাকে চায়
জোৎস্না রাত তোমাকে চায়,
দেখা দেওয়া তোমারই দায়
বল তোমায় পাবো কোথায় ?