গানের নামবাস স্টপে কেউ নেই
TitleBus Stope Keu Nei
SingerAnindya Chatterjee, Chandrabindoo
4.1/5 - (11 votes)

চলে যাচ্ছে দিন, ঠিক পাঁচটা তিন,
প্রায় অন্ধকার
বাস স্টপে কেউ নেই কোথাও।
কিছু মেষ-শাবক দুটো উটকো লোক
হলো রাস্তা পার
বাস স্টপে কেউ নেই কোথাও।

অনেক দিন ভোলা রেডিও এ অনুরোধের গান
সন্ধ্যের শ্মশান ডাক দেয় আযান চায়ের দোকান।
আ হা …

নীল পাখির ঝাঁক, ওরা বৃষ্টি পাক,
বেঁচে-বর্তে থাক
বাস স্টপে কেউ নেই কোথাও।

ফেরিওয়ালাটা থেমে যায় দূরে,
চুপ করে, জলের নকশা কাটে রোদ্দুরে।
জলের নকশা কাটে রোদ্দুরে,
জলের নকশা কাটে রোদ্দুরে,
আ হা ..

সোয়া ঘন্টা দুই, দলছুট চড়ুই,
কবে আসবি তুই
বাস স্টপে কেউ নেই কোথাও।
কেউ নেই কোথাও….

Explore more tracks by Anindya Chatterjee

TrackLyricist
আমার ভিনদেশী তারাChandril Bhattacharya
বন্ধু তোমায় এ গান শোনাবAnindya Chatterjee
মন হাওয়ায় পেয়েছি তোর নাম
এভাবেও ফিরে আসা যায়
মনের গুপ্তচরAnindya Chatterjee
জোনাকি
বর্ণপরিচয়Anindya Chatterjee
উল বোনের পাঁচালিAnindya Chatterjee
দুপুরের খামোখা খেয়াল
তোমারই তো কাছেPrasen

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *