জোনাকি, যায় গোনা কি ?
ধরে একমুঠো পুষবো নাকি ?
কালো আকাশে, ভালো জোনাকি
তাই তারারা আনবো নাকি ?
আলোগুলো পেড়ে আনি,
গাছ থেকে টুপ করে
গায়ে ফোটা সব কটা,
সিরিয়াস মুখ করে।
আজগুবি সন্ধ্যেটা, মিছিমিছি মস্করা
আলো-পোকা এলোমেলো
জ্বলে ওঠে ফসফরাস
এই ফিসফিস ফেইরীটেল,
যায় শোনা কি ?
শুধু জোনাকি, জ্বালে রংমশাল,
এই মায়াজাল, যায় বোনা কি?
দূরে আকাশে, ওড়ে জোনাকি
তাই তারারা, আনবো নাকি?
দু’হাত মেলে.. হাওয়া সাইকেলে
দু’হাত মেলে.. হাওয়া সাইকেলে।