গানের নামআমার ভিনদেশী তারা
TitleAmar Bhindeshi Tara
SingerAnindya Chatterjee
LyricistChandril Bhattacharya
MovieAntaheen
3.9/5 - (16 votes)

আমার ভিনদেশী তারা
একা রাতেরি আকাশে
তুমি বাজালে একতারা
আমার চিলেকোঠার পাশে
ঠিক সন্ধ্যে নামার মুখে
তোমার নাম ধরে কেউ ডাকে
মুখ লুকিয়ে কার বুকে
তোমার গল্পো বলো কাকে

আমার রাত জাগা তারা
তোমার অন্য পাড়ায় বাড়ী
আমার ভয় পাওয়া চেহারা
আমি আদতে আনাড়ী

আমার আকাশ দেখা ঘুড়ি
কিছু মিথ্যে বাহাদুরি (x2)
আমার চোখ বেধে দাও আলো
দাও শান্ত শীতল পাটি

তুমি মায়ের মতই ভালো
আমি একলাটি পথ হাটি
আমার বিচ্ছিরি এক তারা
তুমি নাও না কথা কানে
তোমার কিসের এতো তাড়া
সে রাস্তা পার হবে সাবধানে

তোমার গায় লাগেনা ধুলো
আমার দু’মুঠো চাল-চুলো (x2)
রাখো শরীরে হাত যদি
আর জল মাখো দুই হাতে
প্লীজ ঘুম হয়ে যাও চোখে
আমার মন খারাপের রাতে

আমার রাতজাগা তারা
তোমার আকাশ ছোয়া বাড়ি (x2)

আমি পাইনা ছুঁতে তোমায়
আমার একলা লাগে ভারী… (x2)

 

 

Explore more tracks by Anindya Chatterjee

TrackLyricist
মন হাওয়ায় পেয়েছি তোর নাম
এভাবেও ফিরে আসা যায়
মনের গুপ্তচরAnindya Chatterjee
জোনাকি
বাস স্টপে কেউ নেই
বর্ণপরিচয়Anindya Chatterjee
উল বোনের পাঁচালিAnindya Chatterjee
তোমারই তো কাছেPrasen
আদরAnindya Chatterjee
বাবা হওয়া এত সোজা নয়Chamok Hasan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *