যে কথা আলোর কাছে থাকে
ছায়া এসে ঢেকে যাবে তাকে,
হাওয়া দিলে স্মৃতি এলোমেলো
সাদা কালো ছবি ভেসে এলো।
বুকের ভেতরে
পাখিরা এসেছে উড়ে উড়ে,
বালিশ তোষকে
গল্পেরা হোক ভবঘুরে।
যা হারিয়ে যায়, হারিয়ে যায়, ফিরে আয়
যা হারিয়ে যায়, হারিয়ে যায়, ফিরে আয়।
মেঘে মেঘে ঝড়ো বৃষ্টিরা
পুরোনো কথার মতো ঝরে,
অজুহাত অনাসৃষ্টিরা
মনে পড়ে খুব মনে পড়ে।
মেঘে মেঘে ঝড়ো বৃষ্টিরা
পুরোনো কথার মতো ঝরে,
অজুহাত অনাসৃষ্টিরা
মনে পড়ে খুব মনে পড়ে।
যা হারিয়ে যায়, হারিয়ে যায়, ফিরে আয়
যা হারিয়ে যায়, হারিয়ে যায়, ফিরে আয়।
যে কথা হয়না বলা জোরে
যে স্মৃতি সতত ঘুমঘোরে,
যে দালানে আদুরে মাদুরে
নক্সীকাঁথায় মনজুড়ে।
বুকের ভেতরে
পাখিরা এসেছে উড়ে উড়ে,
বালিশ তোষকে
গল্পেরা হোক ভবঘুরে।
যা হারিয়ে যায়, হারিয়ে যায়, ফিরে আয়
যা হারিয়ে যায়, হারিয়ে যায়, ফিরে আয়।