গানের নামমন হাওয়ায় পেয়েছি তোর নাম
TitleMon Haway Peyechi Tor Naam
SingerAnindya Chatterjee, Chandrabindoo
3.7/5 - (13 votes)

মন, হাওয়ায় পেয়েছি তোর নাম
মন, হাওয়ায় হারিয়ে ফেললাম (x2)

হাওয়া দিলো শিরশিরানি ডাক
হাওয়া দিলো ডানা
হাওয়া দিলো ছেঁড়া স্যান্ডল
ভুল ঠিকানা .. (x2)
মন রে,
হলুদ আলোয় হাওয়ার আবীর মাখলাম
হে হে হে ..

মন, আলেয়া পোড়ালো খালি হাত
মন, জাগেনা জাগেনা সারা রাত (x2)

জেগে থাকে ঘুম পাহাড়ের মন
কেমন আলো
দূরদেশে ফিকে হওয়া রাত
ডাক পাঠালো .. (x2)
মন রে,
ঘুমের গোপনে তোমাকে আবার ডাকলাম
হে হে হে ..

আদরের ডাক যদি মোছে
এই নাও কিছু ঘুম পাড়ানি গান আলগোছে
বোঝনা এটুকু শিলালিপি
মন রে..
ব্যাথার আদরে অবুঝ আঙ্গুল রাখলাম
হে হে হে..

মন, বুকের ভিতরে যে নরম
মন, ছুঁয়ো না ছুঁয়ো না এরকম (x2)

ছুঁয়ে দিলে বুক কুরে কুরে খায়
সোনা পোকা
বেপাড়ায় কাঁদবেনা,
এমা ছি ছি বোকা (x2)
মন রে…
নাহয় পকেটে খুচরো পাথর রাখলাম
হে হে হে..

Explore more tracks by Anindya Chatterjee

TrackLyricist
আমার ভিনদেশী তারাChandril Bhattacharya
বন্ধু তোমায় এ গান শোনাবAnindya Chatterjee
এভাবেও ফিরে আসা যায়
মনের গুপ্তচরAnindya Chatterjee
জোনাকি
বাস স্টপে কেউ নেই
বর্ণপরিচয়Anindya Chatterjee
উল বোনের পাঁচালিAnindya Chatterjee
দুপুরের খামোখা খেয়াল
তোমারই তো কাছেPrasen

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *