অ অজানা দ্বীপ কেউ ডাকছে,
আ আলোর টিপ ডাকবাক্সে।
এ এমন দিন শুরু পিকনিক,
ঐ আকাশে প্লেন রোদ ঝিকমিক।
ওই দেখো সূয্যি গেলো পাটে,
গান বাজে ময়দান র্যামপার্টে
এই জীবনের সহজ পাঠে,
শব্দেরা আজ হোক ভালো বন্ধু।
কথা উড়ছে, কথা জুড়ছে
খুশি খুচরোর সঞ্চয়,
কার ঠোঁটে অস্ফুটে, ফোটে বর্ণপরিচয়।
হলো অল্প পরিচয়, হলো গল্প অভিনয়
আরও বেশি যদি হয়, হলে হোক না।
ক কলেজ স্ট্রিট, ভেজা ট্রামে
খ খড়কুটো বৃষ্টি নামে।
গ গলির পথ, ভবঘুরে
ঘ ঘুড়ির গান গেলো উড়ে।
ঐ দেখো সূয্যি গেলো পাটে,
গান বাজে ময়দান কনসার্টে।
এই জীবনের সহজ পাঠে,
শব্দেরা আজ হোক ভালো বন্ধু।
কথা উড়ছে, কথা জুড়ছে
খুশি খুচরোর সঞ্চয়,
কার ঠোঁটে অস্ফুটে, ফোটে বর্ণপরিচয়।
হলো অল্প পরিচয়, হলো গল্প অভিনয়
আরও বেশি যদি হয়, হলে হোক না।
অ অজানা দ্বীপ কেউ ডাকছে,
আ আলোর টিপ ডাকবাক্সে।