ব্যস্ত শহর, ব্যস্ত জীবন
ব্যস্ত সবাই আপন আপন,
এক বাড়িতে বাস করেও
কেউ জানেনা কে কেমন
কেউ-জানেনা কে কেমন
কেউ জানে না কে কেমন।
সকাল থেকে শুরু হয়
জীবন তরী বাওয়া,
রাতের আঁধার নামলে ধরায়
আপনালয় যাওয়া।
এইতো শহর, এইতো জীবন
এইতো আসা যাওয়া,
স্বপ্ন বুনি তারই মাঝে
করে বহু যতন
করে-বহু যতন
করে বহু যতন।
ব্যস্ত শহর, ব্যস্ত জীবন
ব্যস্ত সবাই আপন আপন,
এক বাড়িতে বাস করেও
কেউ জানে না কে কেমন
কেউ-জানেনা কে কেমন
কেউ জানেনা কে কেমন।