মৌসুমি তুমি, দ্বিচারিণী তুমি
মৌসুমি তুমি, দ্বিচারিণী তুমি
উল্লাসে চেয়েছি ভালোবাসা তোমার
মেলাতে হয়নি দেখা ভুল ছিল আমার।।
এর মাঝে চলে গেলো ১৪০০ সাল
বাউলিয়ানা আমার ভীষণ অহংকার
মৌসুমি তুমি, দ্বিচারিণী তুমি
মৌসুমি তুমি, দ্বিচারিণী তুমি
মৌসুমি কার তুমি প্রশ্ন করে পাইনি উত্তর আমি এত বছরে
তার বুকের আলিঙ্গনে লুকিয়ে থেকে ভাবো কি আজো তুমি উদাসী মনে
এর মাঝে চলে গেলো ১৪০০ সাল
বাউলিয়ানা আমার ভীষণ অহংকার
মৌসুমি তুমি, দ্বিচারিণী তুমি
মৌসুমি তুমি, দ্বিচারিণী তুমি
উল্লাসে চেয়েছি ভালোবাসা তোমার
মেলাতে হয়নি দেখা ভুল ছিল আমার
এর মাঝে চলে গেলো ১৪০০ সাল
বাউলিয়ানা আমার ভীষণ অহংকার
নতুন গানের কথার উন্মাদনায়, ঢাকছে এখন প্রেম জীবন জ্বালায়
ডাকপিয়নের শুনি এখনো অসুখ চিঠার পাতাতে আজ দেখবে না মুখ
এর মাঝে চলে গেলো ১৪০০ সাল
বাউলিয়ানা আমার ভীষণ অহংকার
মৌসুমি তুমি, দ্বিচারিণী তুমি
মৌসুমি তুমি, দ্বিচারিণী তুমি