গানের নামজলজ তুলোর দেশে ঘর পালাই
TitleJolojo Tulor Deshe Ghor Palai
SingerAseer Arman
LyricistAseer Arman
4/5 - (3 votes)

হয়তোবা ফুল ঝরে যাবে
যখন খুব বোকা ঝড় অকারণে কান্না থামায়
সোদামাটি ঘ্রাণ লুকায় তরতরিয়ে বেড়ে উঠা ইটের জাদুঘরে
আমি জলজ তুলোর দেশে ঘর পালাই…

বেচে ফেলি গান,
যখন অর্ধভেজা তরুণীর সাথে
বৃষ্টিরা করছে দরদাম।

তরুণীর বুকে ছিলো শিলপাটা হাহাকার,
বেপরোয়া নদীচুলে জলকণার সাঁতার।

কালোমেঘে মেটে বুঝি একাকী সমাজী ক্ষোভ;
কে? কার ভুলে ফুল ঝরে যায়

যখন খুব বোকা ঝড় অকারণে কান্না থামায়
সোদামাটি ঘ্রাণ লুকায় তরতরিয়ে বেড়ে উঠা ইটের জাদুঘরে
আমি জলজ তুলোর দেশে ঘর পালাই…

 

Explore more tracks by Aseer Arman

TrackLyricist
নরম কোমল দিলরুবাAseer Arman
এটা মানুষই পারেAseer Arman
আর কিছুদূর গেলে তোমার বাড়িAseer Arman

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *