গানের নামমুড়ির টিন
TitleMurir Tin
SingerRiad Hasan, Towfique Ahmed
LyricistRiad Hasan
AlbumSeason 2
LabelCoke Studio Bangla
3.9/5 - (12 votes)

চুইঝাল গোস খাইয়ে আইসি ঢ্যাকা কাহা ওঠসে সিরাম!
ভাড়াভুড়ো না দে কেউ নামতি না পারে দেহিস
ফকু দে গেলি, দাবড়ায় নামায় দিস!

জোরে টাইনে গেলি ওক্কাহা আস্তে
মোটামুটি গতি দিলি পাইলট ঝিমোসসে
তালি যাবো কিরোম ওরে উইড়ে উইড়ে?
ফুলতলাত্তে সোনাপোতা ঘুইরে ঘুইরে?
নাতি খাতি বেলা যায় শুতি পারি না
স্টেরিং এ বসলি পরে উঠতি পারি না

রাস্তাডা ভাংগা-ভুংগো যাত্রীগে তাড়াহুড়ো
ছলফলগে হুড়োহুড়ি নিতি পারি না
গাড়ি কহনও জিরোয় না তাড়াতাড়ি চলতিসে
কিলাস চাইপে ধইরে ধইরে চাইর ঠ্যাং ঘুরতিসে
কুয়ানতে কুয়ানে কোন তালে যাচ্ছে?
নাইচে কুইদে ঠেইলে ঠুইলে বেতালে দোড়োচ্ছে

ঠিয়েই ঠিয়েই মানুষ লর গায়ে গায়ে লাগা
দুই সিডুর মাঝ’দি নাইরে ঠ্যাঁং রাহিবের জাগা
হাক্কু হাঁশের হুক্কুর হুক্কুর শিন্যাৎ ফৈজ্জ্যে টান
ফিছুর সিডুৎ বৈ বৈ এনে লেহির এই গান

হালুগাইট্ট্যে মুড়ির টিন
(এ লেডিস উঠতেছে ঠিকঠাক বসাইস)
হালুগাইট্ট্যে মুড়ির টিন
(আরে ভাই আপনে ব্যাটা মানুষ লেডিস সিটে বইলা খ্যানে?)
হালুগাইট্ট্যে মুড়ির টিন
(টাহা-টুহা ঠিকঠাক নিস এই)
হালুগাইট্ট্যে মুড়ির টিন
(আফনার কিউর হাফ ভাড়ারে ভাই, আফনে তো বুরাইচ্চা)

হালুগাইট্ট্যে মুড়ির টিন
(বদ্দারাট, সক্ বাজার, আন্দরকিল্ল্যে, নিউমার্কেট)
হালুগাইট্ট্যে মুড়ির টিন
(উস্তাদ সোলো গর লামাই দি)
হালুগাইট্ট্যে মুড়ির টিন
(দুরু লাইমতু দ’না, ফিছে য না)
হালুগাইট্ট্যে মুড়ির টিন

No more tracks found in this category.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *