গানের নামকিছু কিছু কথা
TitleKichu Kichu Kotha
SingerArk, Ashiquzzaman Tulu
LyricistAshiquzzaman Tulu
AlbumJonmovumi
LabelSoundtek
4/5 - (6 votes)

কিছু কিছু কথা আছে
যা কখনো বলা যায় না
কিছু কিছু ক্ষত আছে
যা কখনো বোঝা যায়না।
এমন কিছু চাওয়া আছে
খোঁজে না কেউ।
পাওয়ার মাঝে নিহিততা নেই।
এমন কিছু নীরবতা বুঝেনা কেউ
সেতো আসে কোলাহল থামলেই।

কিছু কিছু কথা আছে
যা কখনো বলা যায় না।

জীবনটাই কেটে যায় না পাওয়ায়
সুখ-দুখের আশা পায় নিরাশায়
জীবন অরেন্যে প্রতিদিন রাতে
স্বপ্নটাই চূর্ন হয় যাতনায়।

কিছু কিছু কথা আছে
যা কখনো বলা যায় না
কিছু কিছু ক্ষত আছে
যা কখনো বোঝা যায়না।
এমন কিছু চাওয়া আছে
খোঁজে না কেউ।
পাওয়ার মাঝে নিহিততা নেই।
এমন কিছু নীরবতা বুঝেনা কেউ
সেতো আসে কোলাহল থামলেই।

কিছু কিছু কথা আছে
যা কখনো বলা যায় না।

Explore more tracks by Ark

TrackLyricist
আকাশের নীলেR. D. Burman
বাংলাদেশ (আর্ক / হাসান)Hasan
এই পরবাসেAshiquzzaman Tulu
এতো চাইHasan
যারে যাHasan
নিঝুম রাতেAsif Iqbal
ও ময়নাR. D. Burman
অভিমানে নয়Hasan
অভিশাপHasan
প্রতিশ্রুতিHasan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *