কোন এক ও ক্ষণে
তোমারই বিহনে
আমারই প্রতিশ্রুতি
রুদ্ধশ্বাসে অপরুপা বেশে
ছুটেছিলে লাজে অতি
মেহেদী রাঙ্গানো হাত দুটি হাতে
আলতো আলতা নুপুরের সাজে
লাল টুক টুক শাড়ির আঁচল
মমতার পাড় ছুঁয়ে যায়
বাঁকানো ঠোঁটের আঁকানো হাসি
জাগিয়ে নেশার জ্যোতি
গানের নাম | প্রতিশ্রুতি |
Title | Protisruti |
Singer | Ark, Hasan |
Lyricist | Hasan |
Album | Jonmovumi |
Label | Soundtek |
কোন এক ও ক্ষণে
তোমারই বিহনে
আমারই প্রতিশ্রুতি
রুদ্ধশ্বাসে অপরুপা বেশে
ছুটেছিলে লাজে অতি
মেহেদী রাঙ্গানো হাত দুটি হাতে
আলতো আলতা নুপুরের সাজে
লাল টুক টুক শাড়ির আঁচল
মমতার পাড় ছুঁয়ে যায়
বাঁকানো ঠোঁটের আঁকানো হাসি
জাগিয়ে নেশার জ্যোতি