সব মনে পড়ে,
বেখেয়ালী, হাওয়া দিলে,
খুব, কাছাকাছি, ছিলে তবু,
দূরে ছিলে।
পিছুটানে, কিছুটা কি, ফেরা যায়?
কেন তোমার, নেই কিছু,
মনে রাখার দায়।
কি খবর, বলো কি খবর,
দেখিনি কতোদিন তোমায়,
কি খবর বলো কি খবর,
এভাবে কি থাকা যায় ?
বিকেলেরা মায়াঘেরা
পাখিদের ঘরে ফেরা,
নিয়ে আসে ভুলে যাওয়া দিন।
শুধু ভালোবেসে গেছি
চুপি চুপি ডুবে গেছি,
আমি তুমি অতলে গহীন।
বারো মাসই,
পাশাপাশি হাঁটা যাক,
আজ থেকে ফের চলো
একসাথে থাকা যাক।
কি খবর, বলো কি খবর,
দেখিনি কতোদিন তোমায়,
কি খবর বলো কি খবর,
এভাবে কি থাকা যায় ?
কি খবর, বলো কি খবর,
কতোদিন পর দেখা হলো,
কি খবর বলো কি খবর,
বলা যাক জমা কথাগুলো।।