গানের নামমন কেমনের জন্মদিন
TitleMon Kyamoner Jonmodin
SingerMekhla Dasgupta
LyricistRanajoy Bhattacharjee
MovieHridpindo
LabelSVF Music
Rate this Lyric

কেন রোদের মতো হাসলে না
আমায় ভালোবাসলে না,
আমার কাছে দিন ফুরালেও আসলে না।
এই মন কেমনের জন্মদিন
চুপ করে থাকা কঠিন,
তোমার কাছে খরস্রোতাও গতিহীন।

নতুন সকাল গুলো কপাল ছুঁলো তোমারই
দূরে গেলেও এটাই সত্যি তুমি আমারই,
শুধু আমারই ..
রোদের মতো হাসলে না
আমায় ভালোবাসলে না,
আমার কাছে দিন ফুরালেও আসলে না।

জলে ভেজা, চোখবোজা
ঘুম খোঁজা ভোর,
নিশানা তীর, স্মৃতির ভীড়
এলোমেলো ঘর’দোর।

মেঘ আসে এলো কিসে
ছুঁয়ে দিলেই সব চুপ,
সেই মেঘবালিকার গল্প হোক,
শহরজুড়ে বৃষ্টি হোক,
রোদ্দুর হোক আজ শুধুই তাহার ডাকনাম।

পাতাভরা সব দু-টুকরোরা
কাল বৈশাখীর মতো মুখচোরা,
সব ভিজে যাক শুধু বেঁচে থাক অভিমান
নতুন সকালগুলো কপাল ছুঁলো তোমারই
বেঁধে রাখতে পারলে তুমিও হতে আমারই
শুধু আমারই …

 

Explore more tracks by Mekhla Dasgupta

TrackLyricist
অচেনা কারোর বুকেAritra Sengupta, Ranajoy Bhattacharjee

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *