কেনো যে তোমাকে দেখি..
ঘুমেরও পাশে কোথাও,
স্বপ্নেরই নরম ডালে
বলো কেনো রং ফোটাও?
আ.. হারাতে হারাতে
কিভাবে যে পেয়ে যাই
তোমাকে.., তোমাকে..
ঘুমের দ্বরে দ্বরে
জোনাকির মতো জ্বলে
সকাল আসে আদরে
সে যে কার কথা বলে
আছো এই, হারালে
যেনো সুর ছাড়া বাঁশি,
তুমি সত্যি নাকি
আমি দোটানায় ভাসি
হারাতে হারাতে হারাতে
তবুও যে পেয়ে যাই;
তোমাকে.., তোমাকে…
আলবেলা সাজন আয়ো রে
আলবেলা সাজন আয়ো রে
মোরা আত মন সুখ পাও রে
আলবেলা সাজন আয়ো রে