আমার জন্মান্তরের ভুলে,
হল নদীর পাড়ে বাসা,
আমার উঠোন হল ঢালু,
আর বাপ দাদারা চাষা।
আমার জন্মান্তরের পাপে,
নদী ভাঙে ধাপে ধাপে।
আমি জলেতে কান পাতি,
জলও কান পাতে আমা’তে।
আর ওমনি আসে হাওয়া,
সাদা তিলের ক্ষেতের থেকে।
আমার এই জন্মের সব পাপে,
তুমি চুবড়ি চাপা রেখে,
এস চুবড়ি চাপা রেখে।
আমার জন্মান্তরের পাপে,
পাথরের দেশে বাসা।
আমার জলের দেশে বাসা।
আমার তোমার দেশে বাসা।
সেই চুবড়ি দেব ভেঙে,
চল পাথর খুঁজে আনি।
তুমি বুকজলে তো নামবেই,
আমরা ডুবসাতারও জানি।