গানের নামচল নিরালায়
TitleCholo Niralai
SingerAtiya Anisha, Ayon Chakladar
LyricistJohny Haque
MoviePoran
LabelLive Technologies Ltd.
Rate this Lyric

প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায়
চল নিরালায়
চল নিরালায়
মেঘে উড়িয়া ঘুড়িয়া
ভিজিয়া ছলায়
চল নিরালায় চল নিরালায়
পরানে শয়নে নয়নে নয়নে
তুমি শুধু মনে

প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায়
চল নিরালায়
চল নিরালায়
মেঘে উড়িয়া ঘুড়িয়া
ভিজিয়া ছলায়
চল নিরালায় চল নিরালায়

আমি আর আমি নই
তোমাতে ডুবিয়া রই
দিয়েছো পাগল করিয়া
উথাল পাথাল মন দরিয়া
পরানে শয়নে নয়নে নয়নে
তুমি শুধু মনে

প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায়
চল নিরালায়
চল নিরালায়
মেঘে উড়িয়া ঘুড়িয়া
ভিজিয়া ছলায়
চল নিরালায়
চল নিরালায়

তুমি আর একা নও
আমাতে মিশিয়া রও
দেখিয়া রাখিব তোমায়
পিয়াসী মনের গালিচায়

শয়নে, স্বপনে, আষাড়ে, শ্রাবণে
তুমি প্রতিক্ষণে

প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায়
চল নিরালায়
চল নিরালায়
মেঘে উড়িয়া ঘুড়িয়া
ভিজিয়া ছলায়
চল নিরালায় চল নিরালায়

No more tracks found in this category.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *