থাক না পড়ে একটি কোণে
মেমরি তে ঠাঁই,
ফ্যান্টাসি তে ফ্যান হব আবার,
ঢাকনা গুলো খুললে যদি
আঁতকে ওঠে তাই,
Tan হয়েছে অঙ্ক টাই আমার
থাক ইশারা ishaq কা মারা,
সামনাসামনি বলে দিক,
নীলচে চোখে, Dil সে ওকে
Film এ এন্ট্রি নেবো ঠিক।
কত কি ফিরিস্তি ছিল মিষ্টি ছিল
দুজনের কেমিস্ট্রি,
ছাড়তে যেতো ফিরতি ইস্টিশন,
শোনো না লক্ষ্মীটি গো, আসতে দিও
জানলাতে রোমিও,
আলতো হাতে ধরেছে যখন,
জানিনা কার ছোঁয়াতে
মধ্যরাতে জাগে,
এ সিন্ডারেলা মন
এ সিন্ডারেলা মন।
ওড়না মানে উড়ে যাওয়া
কান্না কান্না পাওয়া,
ফালতু কেস-এ ঝগড়াঝাটি হয়,
ও হে লাভলী লেডি
একটু বেশি জেদি,
রেডি থাকলে তুমি ছাড়া
অন্য কাউকে নয়,
তুমি পাশ কাটিয়ে যাচ্ছ হেঁটে
কেউ দাঁড়িয়ে অন্য গেট এ,
বড্ড লেট এ ফিরেছে সময়।
ওয়ে বাবলি, বল কি ভাবলি ?
হ্যাপি এন্ডিং আফটার অল,
চলনা সোনা, যাদু টোনা
করবে গল্পটাই বদল।
কত কি ফিরিস্তি ছিল মিষ্টি ছিল
দুজনের কেমিস্ট্রি,
ছাড়তে যেতো ফিরতি ইস্টিশন,
শোনো না লক্ষ্মীটি গো, আসতে দিও
জানলাতে রোমিও,
আলতো হাতে ধরেছে যখন,
জানিনা কার ছোঁয়াতে
মধ্যরাতে জাগে,
এ সিন্ডারেলা মন
এ সিন্ডারেলা মন ..