গানের নামদেখিনি
TitleDekhini
SingerAmrita Singh Majumder
LyricistRitam Sen
LabelSVF Music
Rate this Lyric

তোমাকে দেখিনি মেনেছি
তবুও প্রিয়,
এসো ধরা দাও আজ তুমি।

আদরে আদরে তোমাকে
সাজাতে দিও,
কাছে থেকে যাও আজ তুমি।

সহজ সুরে নদীর বওয়া
হাওয়ায় তোমার আগমনী,
চোখে যতই নামে আঁধার
জ্বলুক মনের পরশমনি।

তোমাকে দেখিনি মেনেছি
তবুও প্রিয়,
এসো ধরা দাও আজ তুমি।।

যমুনা তীরে প্রিয় ভরা জোয়ারে
মধুরাতের আয়োজন,
যমুনা তীরে প্রিয় ভরা জোয়ারে
মধুরাতের আয়োজন,
চাঁদে লাগে চাঁদ আমাকে ভাসায়
শ্যামেরই মতন ..

তোমাকে দেখিনি মেনেছি
তবুও প্রিয়,
এসো ধরা দাও আজ তুমি।

আদরে আদরে তোমাকে
সাজাতে দিও,
কাছে থেকে যাও আজ তুমি।

সহজ সুরে নদীর বওয়া
হাওয়ায় তোমার আগমনী,
চোখে যতই নামে আঁধার
জ্বলুক মনের পরশমনি।।

 

No more tracks found in this category.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *