হাজার মানুষ করজোড়ে
হাজির হলো তোমার ঘরে,
ঢেউয়ে ঢেউয়ে নদীর পাড়ে
তোমারি দ্বারে গো সবাই।
তুমি যে ফুল, তুমি মালী
তোমার পথেই হেঁটে চলি,
তোমার সাথে প্রতিক্ষণে
তোমার দিকেই যে তাকাই।
বোম বোম, ভোলে বোম বোম
বোম বোম, ভোলে বোম বোম
বোম বোম, ভোলে বোম বোম
বোম বোম, ভোলে বোম বোম।
আকাশ কেমন মেশে স্রোতের ভিড়ে
দীপের আলো জ্বেলে,
আকাশ কেমন মেশে স্রোতের ভিড়ে
দীপের আলো জ্বেলে,
যত বাধা পেরিয়ে তুমি রাখো জড়িয়ে
দেখি তোমায় আমার দুচোখ ভরে ..
বোম বোম, ভোলে বোম বোম
বোম বোম, ভোলে বোম বোম।
হাজার মানুষ করজোড়ে
হাজির হলো তোমার ঘরে,
ঢেউয়ে ঢেউয়ে নদীর পাড়ে
তোমারই দ্বারে গো সবাই।
ভূ শম্ভু শিব শম্ভু সয়ম্ভু ..
বোম বোম, ভোলে বোম বোম
তুমি যে ফুল, তুমি মালী
তোমার পথেই হেঁটে চলি,
তোমার সাথে প্রতিক্ষণে
তোমার দিকেই যে তাকাই।
এলোমেলো এ মন যখন কি যে করি
প্রতিদিনই তোমার স্নেহে জীবন গড়ি,
দিশেহারা হবো আমি তোমায় ছাড়া
তুমি মহাদেব আমার জীবন জোড়া।
ভূ শম্ভু শিব শম্ভু সয়ম্ভু ..
কাটে সময় সরে দিন সরে রাত
তুমি ধরে আমি হাত,
মেঘের সামিয়ানায় গোধূলির সামিয়ানায়
প্রজাপতির ডানায় ভাসিয়ে মন।
বোম বোম, ভোলে বোম বোম
বোম বোম, ভোলে বোম বোম।