গানের নামতুমি আমার হিরো
TitleTumi Amar Hero
SingerAnupam Roy
LyricistAnupam Roy
3.8/5 - (5 votes)

কতটা রাগ দেখলে রাগী
সত্যি মিথ্যে আমি বুঝি নাকি,
কতটা হাসলে তুমি হ্যাপি
তোমার হাসিটা মনে ধরে রাখি।

একটু একটু করে বুঝতে পারছি আমি
যাচ্ছে দিনগুলো যত,
ক্রমশ আমার ছায়া তোমার সঙ্গে মিশে
কিছুটা আমি তোমার মত,
কিছুটা আমি তোমার মত,
কিছুটা আমি তোমার মত।

আ হা হা আর কে বলবে বলো
তোমার মতন করে –
সাবধানে বাবা বাড়ি ফিরো।
কাউকে বলিনি আমি কোনোদিন মুখ ফুটে
আসলে তুমি আমার হিরো,
আসলে তুমি আমার হিরো,
আসলে তুমি আমার হিরো।

কীভাবে যে বদলে যাচ্ছি আমি
আয়নায় তোমায় মুখটা দেখতে পাই,
আমার হাটা চলা কথা বলা
তোমার সাথে কোথাও মিলে যায়।
তুমি আছো আমার স্বভাবে শিরদাঁড়ায়
কতটা জেদ দেখালে জেদি,
তোমার জেদও আমি পুষে রাখি
কতটা দুঃখ পেলে কাঁদো,
তোমার কান্না মুছে দেব নাকি।

একটু একটু করে বুঝতে পারছি আমি
যাচ্ছে দিনগুলো যত,
ক্রমশ আমার ছায়া তোমার সঙ্গে মিশে
কিছুটা আমি তোমার মত,
কিছুটা আমি তোমার মত,
কিছুটা আমি তোমার মত।

আ হা হা আর কে বলবে বলো
তোমার মতন করে –
সাবধানে বাবা বাড়ি ফিরো।
কাউকে বলিনি আমি কোনোদিন মুখ ফুটে
আসলে তুমি আমার হিরো,
আসলে তুমি আমার হিরো,
আসলে তুমি আমার হিরো।

 

Explore more tracks by Anupam Roy

TrackLyricist
শরীর ভাল নেইAnupam Roy
ঘরবাড়িAnupam Roy
জলসাঘরAnupam Roy
তোমার অসুখAnupam Roy
কাঞ্চনজঙ্ঘাAnupam Roy
অবশAnupam Roy
নির্বাসনের গানAnindya Chatterjee, Anupam Roy
আমাকে আমার মতো থাকতে দাও
একবার বল
বাড়িয়ে দাওAnupam Roy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *