গানের নামঅচেনা কারোর বুকে
TitleOchena Karor Buke
SingerIshan Mitra, Mekhla Dasgupta, Ranajoy Bhattacharjee
LyricistAritra Sengupta, Ranajoy Bhattacharjee
LabelSVF Music
Rate this Lyric

অচেনা কারোর বুকে আজও মাথা রাখো
অন্ন মনে আমায় খুঁজতেই থাকো,
বুকের ভেতর শুধু স্মৃতিদের সাঁকো
ফিরে এসো আবার বারবার।

এভাবে ক্ষত তুমি হাসি দিয়ে ঢাকো
ভুলে যাওয়া ডাক নামে আমাকেই ডাকো।
এভাবে ক্ষত তুমি হাসি দিয়ে ঢাকো
ভুলে যাওয়া ডাক নামে আমাকেই ডাকো।

অজানা কোনও সুখের ছবি তুমি আঁকো
অন্য জীবনে জানি তুমি পাশে থাকো,
ব্যর্থ এ রূপকথা তবু কথা রাখো
কাছে এসো আবার বারবার।

এভাবে ক্ষত তুমি হাসি দিয়ে ঢাকো
ভুলে যাওয়া ডাক নামে আমাকেই ডাকো।
এভাবে ক্ষত তুমি হাসি দিয়ে ঢাকো
ভুলে যাওয়া ডাক নামে আমাকেই ডাকো।

আ আ …

সাজনা বিনা কাটেনা মোরা, ইয়ে সুনি রাতিয়া
আয়েনা মোরি নিন্দিয়া তেরে বিনা, ও মেরে সাজনা।
তাড়াপ তাড়াপ মোরা জিয়া ঘাবরায়ে, ওরে পিয়া
সাজনা বিনা কাটেনা মোরা, ইয়ে সুনি রাতিয়া।

 

Explore more tracks by Ishan Mitra

TrackLyricist
ভালোবাসি তাইAviman Paul
মন কেমনের জন্মদিনRanajoy Bhattacharjee
একবার তাকাও ফিরেAritra Sengupta
নীরবতায় ছিলAritra Sengupta, Ranajoy Bhattacharjee
এবারে মুখ তোলোRitam Sen
কিছু কথা বাকিTamoghna Chatterjee
মিথ্যে প্রেমের গানAritra Sengupta
একবার তাকাও ফিরেAritra Sengupta

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *