ছুটে চলে কুয়াশাতে
কথা তার যেন টয় ট্রেন, পাহাড়ে
খুব ভিড়ে একলা রাতে
ছোঁয়া তার কাশ্মীরি সালের বাহারে
হাত, বরাত, ছলাৎ, ছলনা
রাগ, সোহাগ, পরাগ পেলোনা আহারে
চুল, মাশুল সে ভুল ভাঙ্গে নি
তার যাওয়ার বেতার আনেনি আহারে
মনটা আহারে
মন কেমনের মনতাজ মনটা আহারে
রেডিওর কোনো সেতিয়া গানে
লিপ দেয় ঠোঁট পিহার্বা তু কাহারে
তোকে ছাড়া দিব্বি আমি
নিজেকে বলা খুচরো মিথ্যে তাহারে
মুখ, অমুক, তমুক কি কষ্ট
ঋণ, প্রাচীন সে চিন্তা স্পষ্ট আহারে
মন, গহন সমন আসে নি
ওলির কথায় বকুল হাসেনি আহারে
মনটা আহারে
মন কেমনের মনতাজ মনটা আহারে
সব শেষ-মেশ জীবনের লাস্ট সীন-এ
হিসেব নিকেশ হোক
কোলে মাথা ছিল কার আর মনে কার
পান পাতা ঢাকা চোখ (x2)
ক্ষীণ, কঠিন সতীন সে অঙ্ক
পোষ, আপশোষের আতঙ্ক, আহারে
মন টা আহারে
তাই, ডরাই বোঝাই এ মন কে
চল ফেরাই শেষবার সুজন কে, আহারে
মনটা আহারে
মন কেমনের মনতাজ মনটা আহারে
ছুটে চলে কুয়াশা-তে
কথা তার যেন টয় ট্রেন পাহাড়ে, পাহাড়ে
খুব ভিড়ে একলা রাতে
ছোঁয়া তার কাশ্মীরি সালের বাহারে, বাহারে
হাত, বরাত, ছলাৎ, ছলনা
রাগ, সোহাগ, পরাগ পেলোনা আহারে
চুল, মাশুল সে ভুল ভাঙ্গে নি
তার যাওয়ার বেতার আনেনি আহারে…
মনটা আহারে
মন কেমনের মনতাজ মনটা আহারে …