কত কত মন
কত ঘরে কত রাস্তায়
ভালোবাসা পায় তবু সেই ভালোবাসা হারায়
কে জানে কখন আসে আর কখন পালায়
তবুও সবাই ভালোবাসা খুঁজে বেড়ায়
হাসতে হাসতে মন কাঁদতে শেখায়
ভুলতে ভুলতে হাত খুলতে শেখায়
নতুন বন্ধু খুঁজে পায়,
নতুন করে বাঁচা যায় ।
দিতে হবে তাই, দিতে হবে কিছুটা সময়
ভালোবাসা ঠিক খুঁজে নেবে ঠিকই তোমায়
ফেলে আশা দিন ভুলে যেতে হবে তোমায়
খুলে রাখো মন খুলে রাখো তোমার হৃদয় ।