গানের নামমা
TitleMaa
SingerArijit Singh
LyricistAnindya Chatterjee
3/5 - (1 vote)

তুমি নরম ফুলের গান,
তুমি গরম ভাতের ভাপ,
তুমি অভিমানের চুপ,
তুমি কান্না জমা মোম।

আমি তোমার ছায়ায় ছায়ায় থাকি মা
আমি তোমার চোখের তারায় বাঁচি মা,
আমি তোমার মায়ায় মায়ায় থাকি মা
আমি তোমায় হাওয়ায় আবার ডাকি মা,
আমি তোমায় ভালোবাসায় মুড়ে, রাখি মা।

নেই কোনো মাটির ঘরের কোন
গোধূলির শাঁকের আওয়াজ,
কাজল’লতার আলো টিপ
চাদর বিছিয়ে দেওয়া ভোর।
আমি ভালোবাসায় তোমায় মুড়ে, রাখি মা।

আমি তোমার ছায়ায় ছায়ায় থাকি মা
আমি তোমার চোখের তারায় বাঁচি মা,
আমি তোমার মায়ায় মায়ায় থাকি মা
আমি তোমায় হাওয়ায় আবার ডাকি মা,
আমি তোমায় ভালোবাসায় মুড়ে, রাখি মা।

 

Explore more tracks by Arijit Singh

TrackLyricist
কেউ জানবে নাKaushik Ganguly
আর কবে?Arijit Singh
আজকে রাতে চলে যেও নাSrijato Bandopadhyay
কে আমি কোথায়Srijato Bandopadhyay
নাম না জানা কোনো পাখিAnindya Chatterjee

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *