কিছুক্ষনের নীরবতা দাও গান
যারা চলে গেল তাদের জন্যে,
চুপ করে থাকা তুমি আজ
কখনো কখনো কিছু না করাই
জরুরি কাজ।
আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে
এ জীবন পুণ্য করো,
এ জীবন পুণ্য করো,
এ জীবন পুণ্য করো,
এ জীবন পুণ্য করো দহন-দানে।
আর কিছুদিন একা বসে থাকো গান
নিজেকেই রাখো পাহারায়,
আর কিছুদিন একা বসে থাকো গান
নিজেকেই রাখো পাহারায়,
জীবন আজকে তাই চায়
থামতে বলছে প্রকৃতি
আজ আমাদের ইশারায়, পাতো কান।
কিছুক্ষনের নীরবতা..